কলাপাড়ায় হাসপাতাল থেকে উদ্ধার ষাটোর্ধ বৃদ্ধার মৃতদেহ
দেশ জনপদ ডেস্ক|১৮:০৯, নভেম্বর ০৯ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা থেকে সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত বৃদ্ধা কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে বৃদ্ধা অজ্ঞাত বিষপানে মৃত্যু হয়েছে। আর পরিবার থেকে বলা হয়েছে সে ভুল ওষুধ খেয়ে রাতে অসুস্থ হয়ে পড়ে। ভোর রাতে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
নিহতের পুত্রবধু জানান, রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে সাজেদা বেগম শুয়ে পড়ে। কিন্তু রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স কবির হোসেন বলেন, ডাঃ ফারহানা তাসনিন তৃনা ওই বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় বৃদ্ধার অজ্ঞাত বিষপানে মৃত্যুর মৃত্যু হতে পারে, তাই বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।