গাড়িতে বসে বিনামূল্যের প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে চলছে বিনামূল্যে কম্পিউটার বেসিক এবং নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ গাড়িতে বসেই প্রতিদিন ৪০ জন যুবক ও নারী এ প্রশিক্ষণ নিচ্ছেন।
দুই মাসের এ প্রশিক্ষণ শেষে দৈনিক ২শ টাকা হারে তাদের জন্য রয়েছে সম্মানীও।
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব দ্বিতীয়পর্যায় প্রকল্পের আওতায় চলছে এ প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে ২ জন প্রশিক্ষকও।
প্রশিক্ষণার্থী অনামিকা রানী বলেন, কম্পিউটার আর নেটওয়ার্কিং বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। আশা করছি এ প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারব।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন জানান, সরকার দেশের বেকার যুবক ও যুব নারীদের বেকারত্ব দূর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ২ মাস মেয়াদি এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কম্পিউটারের ওপর নিজেদের আরও উন্নতি করে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে পারবে এবং নিজেরাও স্বাবলম্বী হতে পারবে।