কুয়াকাটায় রাসমেলা শুরু

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪২, নভেম্বর ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আজ থেকে শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। আর এ মেলায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের গানে গানে মাতাতে (৭ নভেম্বর) সোমবার কুয়াকাটায় আসছেন শিল্পী বিন্দু কনা। তিন দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পুণ্যার্থীর। তাই তাদের বিনোদন দিতে এই আয়োজন বলে জানান, কুয়াকাটা রাস উদযাপন কমিটির সমন্বয়ক কাজল বরন দাস। তিনি জানান, কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠকে প্রস্তুত করা হয়েছে। গানের মঞ্চ হিসাবে আজকে সন্ধ্যায় মঞ্চ মাতাতে এই শিল্পী থাকবেন আমাদের মাঝে। এদিকে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। রং করা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হবে পূণ্যস্নান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৌদ্ধ।