সেই ছাত্রলীগ নেতার ভবন অপসারণের নির্দেশ পাউবোর

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৫, নভেম্বর ০৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার নির্মিত সেই ভবনের কাজ বন্ধ করে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার পাউবোর পটুয়াখালী পানি উন্নয়ন উপবিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী (উপজেলার অতিরিক্ত দায়িত্বে) শওকত ইকবাল মেহরাজ স্বাক্ষরিত উচ্ছেদ নোটিশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। গত ৫ নভেম্বর  ‘পাউবোর জমিতে ছাত্রলীগ নেতার ভবন নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রোববার জমি দখল করে অবৈধ স্থাপনা করা ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ এবং তার ভাই চরমোন্তাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল খানকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাউবো। আগামী সাত দিনের মধ্যে তাদের অবৈধ স্থাপনা অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই নোটিশে বলা হয়- উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পাউবোর ৫৫/৪ নম্বর পোল্ডারে ১৫২ নম্বর জেএলের ৩ নম্বর খতিয়ানের ৫৭৮১ নম্বর দাগে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন ওয়াহিদ খান ও শহিদুল খান। এ নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ওই জমিতে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করা এবং অবৈধ স্থাপনা অপসারণ করে ভূমির দখল ত্যাগের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে তারা জমির দখল না ছাড়লে সরকারি বিধি মোতাবেক তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করে পাউবোর পটুয়াখালী পানি উন্নয়ন উপবিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) শওকত ইকবাল মেহরাজ  বলেন, অবৈধ ২ দখলদারকে নোটিশ দেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণ না করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।