বরিশাল থেকে ঢাকায় ফিরে মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার
দেশ জনপদ ডেস্ক|১৮:৩৬, নভেম্বর ০৬ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাজধানীর টিকাটুলী এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রোববার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।
তিনি আরও জানান, সুলতানা আহমেদ এখনো র্যাবের টিকাটুলি অফিসে আছেন। সকালে তার ড্রাইভার ওষুধ নিয়ে সেখানে গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।