নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী কলাপাড়ায় শেখ কামাল সেতুর টোল পয়েন্ট থেকে ৫০ মণ জাটকা আটক করা হয়েছে। জাটকা বহনকারী ট্রাক জব্দ করা হয়।
এ সময় তিন জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তারা হচ্ছেন- অহিদুল ইসলাম, মেসকাত খান রাজু ও মো. স্বপন।
কলাপাড়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্য। কলাপাড়া থানার ওসি মো. জসীম এ খবর নিশ্চিত করেন। মহিপুর-আলীপুর থেকে এ জাটকা পাচার করা হচ্ছিল।