খালি রাখা হয়েছিল দুইটি চেয়ার

দেশ জনপদ ডেস্ক | ১৮:১১, নভেম্বর ০৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ অন্যান্য বিভাগীয় গণসমাবেশর মতো বরিশালের সমাবেশেও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুইটি চেয়ার খালি রাখা হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন নাটকীয়তা ও বাধা উপেক্ষা করে শনিবার বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। দুপুর দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১ টার দিকেই সমাবেশ শুরু হয়েছে। তিনি আরও বলেন, লাখো জনতার অংশগ্রহণে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।