বরিশালে মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস শুরু

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৪, নভেম্বর ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বরিশাল কর অঞ্চলের উদ্যোগে নগরীর আলেকান্দা সড়কের লাচিন ভবন চত্তরে মঙ্গলবার সকাল ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কর কমিশনার কাজী লতিফুর রহমান। কর বিভাগের পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, মাসব্যাপী এই কার্যক্রম চলাকালে করদাতারা কোন ধরনের ঝামেলা ছাড়াই রিটার্ন পূরন ও রিটার্ন জমা, প্রাপ্তি স্বীকারপত্র, ই-টিন রেজিস্ট্রেশন সহ কর প্রদান সংক্রান্ত যাবতীয় সেবা পাবেন। ৩টি বুথের মাধ্যমে করদাতাদের সেবা দেয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। কর প্রদানে জনগনকে উদ্বুদ্ধ করতে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কর কমিশনার কাজী লতিফুর রহমান। আয় কর দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। চলতি অর্থ বছরে ১৬৪ কোটি টাকার রাজস্ব আয় করেছে বরিশাল কর অঞ্চল। যা লক্ষ্যমাত্রার শতভাগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।