সিত্রাং এ নিহত ৮ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৯, নভেম্বর ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঘুর্নিঝড় সিত্রাং এ ড্রেজার ডুবে পটুয়াখালী সদর উপজেলার ৮ জনের মৃত্যুতে অত্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার (১ নভেম্বর) নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়াও উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরের সাবেক আমীর এ্যাডভোকেট মোঃ মোয়াজ্জম হোসেন হেলাল, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, মাওলানা ফখরুদ্দিন খান রাযী, বরিশাল অঞ্চল টিম সদস্য , ডঃ মু শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি, অধ্যাপক মোঃ শাহ আলম আমীর পটুয়াখালী জেলা। এ সময় বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতের পরিবারের সদস্যদের ধৈর্য্যধারন করতে বলেন। এছাড়াও বক্তারা তাদের সকল সমস্যা মোকাবেলায় সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেছেন। জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী দল-মত-ধর্ম-বর্ণ-এলাকা নির্বিশেষে বাংলাদেশের যে কোন প্রান্তে, যে কোন মানুষ যদি ক্ষতিগ্রস্থ হয় সর্বদা তাদের পাশে থাকব”।