বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৬, অক্টোবর ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পর্শে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগিরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে সিদ্দিকুর জুগির হাওলা গ্রামের প্যাদাবাড়িতে যান দিনমজুরের কাজ করতে। সেখানে গিয়ে নারিকেলগাছে উঠে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান সিদ্দিকুর। রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, বিদ্যুৎস্পর্শে সিদ্দিকুর নামে একজনের মৃত্যুর খবর শুনেছি।