বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরেক রোগীর মৃত্যু

কামরুন নাহার | ২২:৫৩, এপ্রিল ১৭ ২০২০ মিনিট

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায়। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। ৭২ বছর বয়সী এই রোগীর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন এক নারী (৪২)। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বরগুনার বেতাগী উপজেলার এক বৃদ্ধ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ইউনিটে রাখা হয়েছিল। সকালে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি মারা যান। বৃদ্ধের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে সতর্কতার সাথে তাকে দাফন হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।