ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে তাসনিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসনিম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্বজনরা জানান, সকালে তাসনিমের মা নিপা বেগম ঘরের রান্নাবান্নায় মশগুল ছিলো। এসময় শিশু তাসনিম খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে বাড়ির দরজার পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা অনেক খুঁজাখুঁজি করে তাকে পুকুরের পনিতে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।