কীর্তনখোলা নদীতে ভাসমান আইসোলেশন ইউনিট উদ্বোধন

কামরুন নাহার | ২০:৫১, এপ্রিল ১৭ ২০২০ মিনিট

বিভাগীয় শহর বরিশালে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫ দিনে শুধুমাত্র বরিশাল জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে প্রণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আক্রান্ত রোগীদের জরুরী স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় বরিশাল নদী বন্দরে এমভি সুরভী-৮ লঞ্চটিকে “ভাসমান আইসোলেশন ইউনিট” হিসেবে উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও এনডিসি এস.এম রবিন শীস। বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার বিএসএল নিউজকে জানান, ‘লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, ৪টি ফ্যামিলি, ২টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন রয়েছে। সে হিসেবে একবারে মোট ৮৬ জন করোনা আক্রান্ত রোগীকে সুরভী-৮ লঞ্চের ভাসমান এই আইসোলেশন ইউনিটে স্বাস্থ্য সুরক্ষা করা যাবে। চাহিদা অনুযায়ী বরিশাল জেলার সিভিল সার্জন এর নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।