মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনায় অভিযান

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৭, অক্টোবর ২৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলার মোহনপুর থেকে মেঘনা নদীর চাঁদপুর অংশে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে জেলে না থাকলেও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার (অপারেশন) ড. আকম আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (চাঁদপুর অঞ্চল) মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার ঢাকা অঞ্চল গৌতম বিশ্বাস। এর আগে বৃহস্পতিবার ভোরে চাঁদপুরে ১ লাখ মিটার কারেন্ট জাল, ৩৮ কেজি মা ইলিশসহ ২০জেলেকে আটক করা হয়েছে। তন্মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।