আমতলীতে গাছ চাপায় টমটম চালক নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের অফিস বাজার সেতুর ঢালে টমটম উল্টে গাছ চাপায় চালক আবু তালেব হাওলাদার (৪০) নিহত হয়েছে। বৃহস্পবিার সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার সময় দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের খালেক আকনের গাছ চেরাই করার জন্য আবু তালেব তার টমটমে বোঝাই করে অফিস বাজারের একটি সমিলে নিয়ে যাচ্ছিলেন। টমটমটি অফিস বাজারের বাশবুনিয়া খালের উপর সেতুতে উঠতে গিয়ে উল্টে যায়। এসময় আবু তালেব গাছের নীচে চাপা পরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।