নিজস্ব প্রতিবেদক ॥ সিরাজ নামের এক শ্রমিক জানান, দুপুরে এক শ্রমিক মিলে ঢোকার সময় বাধা দেন গেটের নিরাপত্তা কর্মীরা। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ করেন। তখন মিলের ভেতরে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা করেন।
বরিশালে নগরীর সোনারগাঁও টেক্সটাইল মিলে শ্রমিকদের ওপর মালিকপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে এক ঘণ্টা পর অবেরোধ প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনারগাঁও টেক্সটাইলে এসব ঘটনা ঘটে।
ওই মিলের সিরাজ নামের এক শ্রমিক জানান, দুপুরে এক শ্রমিক মিলে ঢোকার সময় বাধা দেন গেটের নিরাপত্তা কর্মীরা। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ করেন। তখন মিলের ভেতরে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা করেন।
তিনি জানান, হামলার প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায় কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়।
হামলায় আহত শ্রমিক খুকু মনি জানান, হাফিজ ও মনিরের নেতৃত্বে অন্তত দশজন তাদের ওপরে লাঠি সোটা নিয়ে হামলা চালালে ৬-৭ জন আহত হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট। পরে বাসদের জেলা সদস্য সচিব মণীষা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন।
সোনারগাঁও টেক্সটাইলের উপ-মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম বলেন, ‘সকালে এক শ্রমিকের আগের অনুপস্থিতি নিয়ে সমস্যা তৈরি হয়। পরে শুনেছি কে বা কারা তাদের ওপর হামলা করেছে। এই ঘটনায় বিক্ষুব্ধদের দাবির পরিপ্রেক্ষিতে ৬ জনকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বরিশাল কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম জানান, শ্রমিকের অনুপস্থিতি নিয়ে একটা ঝামেলা হয়। এর ফলে কিছু শ্রমিক বিক্ষোভ এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।