চরফ্যাশনে শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহম্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে এক র্যালী বের হয়ে বাজার উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জয়নাল আবেদিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, অধ্যক্ষ আঃ গফুর, অধ্যক্ষ মাও মুহঃ নুরুল আমিন, অধ্যক্ষ মাও আঃ খালেক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিমার শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান টিবি স্কুলের প্রধান শিক্ষক তানভীর আহমেদ প্রমুখ।