আমতলীতে দেড় লক্ষ টাকার হেরোইনসহ স্বামী স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলীতে দেড় লক্ষ টাকার হেরোইনসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে বুধবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আমতলী থানার একদল পুলিশ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা গ্রামের কালু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আফজাল হোসেন গাজী (৪০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৬) কে আটক করে পুলিশ। আফজাল ছুরিকাটা গ্রামের মন্নান গাজীর ছেলে। পরে তাদের ঘড় তল্লাশি করে ১লক্ষ ৫৫ হাজার টাকার হেরোইস ইদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম জানান, অফজাল গাজী এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ভাড়া কালু হাওলাদারের ভাড়া বাড়িতে থেকে দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার গভীর রাতে হেরোইনসহ স্বামী স্ত্রীকে আটকের পর তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।