ববিতে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী উদযাপন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, অক্টোবর ২৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে শেরে বাংলার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী চর্চাসহ তার আদর্শের প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানান। শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, প্রক্টর ড. খোরশেদ আলমসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা। এদিকে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন উপলক্ষে শেরে বাংলা হলের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর সন্ধ্যায় এক আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।