নাগরিক টিভির বরিশাল প্রতি‌নি‌ধি তন্ময় তপু

দেশ জনপদ ডেস্ক | ০০:৪১, অক্টোবর ২৬ ২০২২ মিনিট

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়ে‌ছেন তন্ময় তপু। শ‌নিবার তা‌কে নি‌য়োগ দেওয়া হয়। তন্ময় জাতীয় দৈনিক যুগান্তরের বরিশালের রিপোর্টার ও শীর্ষ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা২৪.কম এর বরিশাল ব‌্যু‌রো প্রধান হিসেবে কর্মরত র‌য়ে‌ছেন। এছাড়াও তিনি বিগত দি‌নে বরিশালে স্থানীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে সুনামের সাথে কাজ করেছেন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন তন্ময়।