হোটেলে নারীর সঙ্গে ‘অসামাজিক কাজে’ ইউপি চেয়ারম্যান

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩২, অক্টোবর ১৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ‘অসামাজিক কাজে’ যুক্ত থাকার অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টায় বগুড়া শহরের মাটিডালি এলাকায় গোধুলী আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক নারী, গাইবান্ধা শহরের ভিএইড রোডের মুন্সিপাড়ার জাহিদ হাসান চমক (৩৮) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রভাতকে (২৩) আটক করে পুলিশ। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হাসান বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, শহরের মাটিডালী এলাকার গোধুলী আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ‘অসামাজিক কার্যকলাপ বন্ধে বগুড়া সদর থানা বদ্ধপরিকর। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শহরের মাটিডালী এলাকার একটি আবাসিক হোটেল অভিযান চালায় পুলিশ। এ সময় ওই হোটেল থেকে আসামিদের আটক করা হয়। তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’