চরফ্যাশনে দু‘দিনেও নিখোঁজের শ্রমিকের সন্ধান মিলেনি

কামরুন নাহার | ১৯:৩৮, অক্টোবর ১৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার ভাঙ্গনের রক্ষাবাঁধের জরুরী মেরামত কাজে নিয়োজিত শাহীন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজের দু‘দিনেও সন্ধান মিলেনি। কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মিরা বুধবার পর্যন্ত উদ্ধার চেষ্টা অব্যাহত রেখেছেরন। বুধবার দুপুরে জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরর্শেদ, ইউএনও আল নোমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। উল্লেখ্য মঙ্গলবার দুপুর দেড়টায় জিও ব্যাগ নির্মাণ শ্রমিক মো. শাহীন নিখোঁজ হয়।শাহীনের নিখোঁজ সংবাদ পেয়ে শাহীনের স্বজনসহ উপজেলার কয়েকশ‘ মানুষ শাহীন কে ফিরে পাওয়ার অপেক্ষায় মেঘনা নদীর প্রশান্তি পার্কে অবস্থান করেছেন।