নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪০৭ টি জেলে পরিবার ভিজিএফ এর আওতায় পাচ্ছেন জেলে কার্ডের চাল। প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা উপলক্ষ্যে ওইসব পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা দিচ্ছে সরকার।
বুধবার সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, ট্যাগ অফিসার রাইসুল ওমর, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, জুয়েল মোল্লা, হালিম হাওলাদার, মামুন হোসেন, তাওহীদ হোসেন, বিলকিস জাহানসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার এই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ শিকার করা যাবে না। একটি ডিমওয়ালা ইলিশ ত্রিশ লক্ষ রেনু দিয়ে থাকে। প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ শিকার অব্যহত থাকলে আগামী দিনগুলো ইলিশ শুন্য হয়ে পরবে।