সাগরকন্যার রূপে মুগ্ধ শিক্ষামন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ২০:০৬, অক্টোবর ১৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। সোমবার সকালে কুয়াকাটা সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। উপভোগ করলেন সমুদ্রের বিশাল জলরাশি ও তীরে আছড়ে পড়া একের পর এক ছোট ছোট ঢেউ। মন্ত্রী এমন দৃশ্য তার ফেসবুক পেজে শেয়ারও করেছেন। এর আগে রবিবার শেষ বিকালে সৈকতে দাঁড়িয়ে উপভোগ করেন সূর্যাস্তের দৃশ্য। এ সময় তিনি তার মুঠোফোনে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ধারণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দুদিনের একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য মন্ত্রী গতকাল দুপুর ২টায় সড়ক পথে কুয়াকাটায় আসেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তার সফরসঙ্গী ছিলেন একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মেদসহ আরো অনেকে।