খুলনায় শ্বাসকষ্ট নিয়ে শিশু ও যুবকের মৃত্যু

কামরুন নাহার | ১৩:৫৬, এপ্রিল ১৭ ২০২০ মিনিট

খুলনায় শ্বাসকষ্ট নিয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) তাদের মৃত্যু হয়। মারা যাওয়া রোগীরা করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আসাদুজ্জামান (২৪) করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। আসাদুজ্জামান অ্যাজমা রোগী ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত আসাদুজ্জামানের বাড়ি নগরীর লবণচরায়।অপরদিকে, বেলা সাড়ে ১২টায় খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মিতু (১০) নামে অপর এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার ভোরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সে শ্বাসকষ্টে ভুগছিল। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি রূপসা উপজেলা সদরের কাজদিয়া এলাকায়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পেল গ্রহণ করা হয়েছে।