বরিশালে জেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৩, অক্টোবর ১৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার প্রিসাইডিং কর্মকর্তা বরাবর ইভিএম মেশিন প্রেরণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার সারা দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরুল আলম। সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তাই সাধারণ সদস্যের ৭টি পদের বিপরীতে থাকা ২৪ প্রার্থী এবং ২টি পদের বিপরীতে থাকা ৯ প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। ৪টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ২৮৫ জন।