নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকাররত অবস্থায় সাত জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে অভিযুক্ত সাত জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা খাতুন রেখা অভিযুক্ত সাত জেলেকে প্রত্যেককে পঁচ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
দণ্ডিত জেলেরা হলেন, উপজেলার ডুমজুড়ি গ্রামের মালেক ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির, একই গ্রামের আয়নাল হাওলাদার এর ছেলে ছলেমান হাওলাদার, ওহাব আলি মোল্লার ছেলে এনায়েত মোল্লা,সাখাওয়াত মোল্লার ছেলে মানিক মোল্লা,আয়নাল আবেদীন এর ছেলে মিজান রহমা, দাশেরকাঠি গ্রামের রহম আলী সিকদারের ছেলে মিজান সিকদার ও গাণ্ডতা গ্রামের বারেক শেখ এর ছেলে জাকির শেখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, নদীতে ইলিশ শিকার বন্ধে অবরোধ চলাকালিন সময়ে শনিবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ সাত জেলে সন্ধ্যা নদীর শাখা নদী চিড়াপাড়া নদে বিষ প্রয়োগ মাছ শিকার করছিলো। ভ্রাম্যমান আদালত নদীতে অভিযান চলাকালে ওই সাত জেলেকে হাতেনাতে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষটোপ ও মাছ শিকারের সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, আটককৃত জেলেদের নদীতে বিষ দিয়ে মাছ শিকার রত অবস্থায় আটক করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দণ্ডিত সাত জেলেকে শপথবাক্য পাঠ করিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।