ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৪, অক্টোবর ১৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় কাঠবাহী ট্রাক চাপা পড়ে প্রশান্ত বেপারী (২৪) এক তরুণ নিহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার মাহিলারা মঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার উপ পরিদর্শক (এসআই) তমাল। প্রশান্ত উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা স্বপন বেপারীর ছেলে। সে ফার্মেসি ব্যবসায়ী। এসআই তমাল জানান, মাহিলার থেকে পণ্যবাহী ট্রাকটি কাঠ নিয়ে গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলো। একইদিকে প্রশান্ত মোটরসাইকেল নিয়ে ট্রাক অতিক্রম করতে যায়। কিন্তু সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার রাত সোয়া দশটার দিকে গাছবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত নিহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।