চরফ্যাশনে ৬ দিনেও খোঁজ মেলেনি গৃহপরিচারিকার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৮, অক্টোবর ১৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকা থেকে নিখোঁজ ইলমা (১৩) নামের এক গৃহপরিচারিকাকে ৬ দিনেও উদ্ধার করা যায়নি। গত ১০ অক্টোবর থেকে ইলমা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহকর্তা আবুল কাশেম মাষ্টার। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন। গৃহকর্তা আবুল কাশেম মাস্টারের স্ত্রী কামরুন নাহার জানান, কাজের মেয়ে ইলমা বাসার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় তার স্বামী দক্ষিণ আইচা থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, দক্ষিণ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাষ্টারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ইলমা। তার বাবা মা কেউ বেঁচে নেই। গত ছয়দিন যাবৎ সে নিখোঁজ রয়েছে। গৃহকর্তী কামরুন নাহার গৃহপরিচারিকা ইলমাকে প্রায়ই নির্যাতন করতো। প্রায় সময় খাবার না দিয়ে ঘরের একটি স্টোর রুমে আটকে রাখতো। এ বিষয়ে দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ইলমা নিখোঁজ হওয়ার ঘটনায় বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম মাষ্টার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।