কলাপাড়ায় গ্রামীণ সড়ক কেটে দখল, মানুষের চলাচলে চরম দুর্ভোগ

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, অক্টোবর ১৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কলাপাড়ায় পুর্ব মোস্তফাপুর গ্রামের উপশীতলা খালের পাড়ের মানুষ চলাচলের গ্রামীণ সড়ক কেটে দখলের অভিযোগ উঠেছে। এতে ওই সড়ক দিয়ে ছোটবড় যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে দুই গ্রামের মানুষ। গ্রামের নুরুন্নবী হাওলাদার এই সড়কটি কেটেছে বলে গ্রামের মানুষের দাবি। স্থানীয়রা জানান, ওই মাটির সড়ক লাগোয়া কৃষি জমির মালিক নুরুন্নবী তার লোকজন দিয়ে প্রায় ৮ ফুট প্রস্থের সড়কটি অর্ধেকেরও বেশি কেটে নিয়ে জমিতে পরিনত করে গাছের চারা লাগিয়েছেন। ফলে দুই গ্রামের মানুষের চলাচলে বিকল্প পথ না থাকায় চরম দূর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। স্থানীয়দের দাবি, প্রায় ৩০ বছর আগে সড়কটি নির্মাণ করা হয়। গ্রামবাসী এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্তু রাস্তা কাটার ফলে তাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে ভোগান্তি হচ্ছে। এছাড়া অটোরিক্সা ও হোন্ডায় বাজারে যাওয়া যায়না। এমনকি অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাচ্ছে না। ওই রাস্তা ছাড়া উপশীতলা গ্রামে যাওয়া আসায় বিকল্প কোন রাস্তাও নেই। তাই রাস্তাটি জরুরি দখল মুক্ত করার দাবী জানান ভুক্তভোগীরা। হোন্ডা চালক সাইদুল ইসলাম নয়ন জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় যাত্রি নিয়ে যাতায়াত করি। রাস্তাটি কাটায় এখন চলাচল করতে পারছেন না। আয় রোজগার কমে গেছে। অভিযুক্ত নুরুন্নবী হাওলাদার জানান, রাস্তাটি আমার রেকর্ডীয় জমির উপর দিয়ে গেছে। রাস্তাটি মাঝখান দিয়ে এক পাশ কাটছি, অন্যপাশ কেটে সমান করা হইবে। উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, জনচলাচলের রাস্তা কোন ভাবেই কাটতে পারেনা। বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।