ইয়াবা ও গ্রাম গাঁজা সহ আটক ০৪

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৫, অক্টোবর ১৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বিএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল-বারী ও সঙ্গীয় অফিসারের সহায়তায় ১৪ আগস্ট রাত্র পনে দুইটায় এয়ারপোর্ট থানাধীন কাশিপুর চৌমাথা গোল চত্ত্বর হইতে আসামী ১. মোঃ মহিউদ্দিন ওরফে মহি মৃধা (৬৫), পিতা- মৃত আনোয়ার হোসেন মৃধা, মাতা- মৃত ফুকুরন নেছা, স্থায়ী সাং- আমানতগঞ্জ, ছত্তার মিয়ার গলি, ৬নং ওয়ার্ড, বিসিসি, উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা-বরিশাল। ২. মোঃ রাকিব হাওলাদার (২২), পিতা- মোঃ সুলতান হাওলাদার মাতা- মোসাঃ গোলেনুর বেগম, স্থায়ী সাং- আমানতগঞ্জ, ছত্তার মিয়ার গলি, ৬নং ওয়ার্ড, বিসিসি, উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা-বরিশাল। ৩. মোঃ জহিরুল ইসলাম মৃধা (২৯), পিতা- মোঃ বাহাউদ্দিন মৃধা, মাতা- মৃত তাছলিমা বেগম, স্থায়ী সাং- আমানতগঞ্জ, ছত্তার মিয়ার গলি, ৬নং ওয়ার্ড, বিসিসি, উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা-বরিশালদেরকে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। অপর এক অভিযানে এসআই/ পিন্টু পাল, এএসআই/মহসিন সবুজ, এএসআই/মাহমুদ জামান গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট  সময় ১৭.৩০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন ০২নং কাশিপুর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ লাকুটিয়া সড়কের বাবুর বাজার এর ০২নং সাক্ষীর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আলী হোসেন খান(৪২), পিতা-মৃত আমীর আলী, মাতা-মোসাঃ জয়গুন বেগম ,স্থায়ী: (বাবুর বাজার সংলগ্ন বাজারের পশ্চিম পাশে, লাকুটিয়া ০৪নং ওয়ার্ড, ০২নং কাশিপুর ইউপি) , উপজেলা/থানা- বরিশাল বিমানবন্দর, জেলা -বরিশাল, বাংলাদেশ কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।