ভোলায় ইয়াবা ও গাঁজাসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আলীনগর ইউনিয়ন ছিফলী গ্রাম থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি নাজমা বেগম (৫১) ওই গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) এনায়েত হোসেন শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমা বেগমকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।