প্রেমিকার সাথে দেখা করতে এসে মারা যাওয়া ভারতীয় নাগরিকের লাশ ২ দিন ধরে মর্গে

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪২, অক্টোবর ১৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক প্রেমিকার সাথে দেখা করতে এসে অসুস্থ হয়ে ভারতীয় নাগরিক জাভেদ খানের (২৯) মৃত্যু হয়েছে। নগরীর একটি আবাসিক হোটেলে প্রেমিকার সাথে ২ দিন ধরে অবস্থানরত জাভেদ বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। দুদিন ধরে তার লাশ আছে শের-ই বাংলা মেডিকেলের মর্গে। জাভেদ ভারতের উত্তর প্রদেশের হাসানপুরের বাসিন্দা। জা‌ভেদ খা‌নের প্রেমিকা নগরীর ভা‌টিখানার ফা‌তেমা তুজ জোহরা খু‌শি জানান, বুকে ব্যথাজনিত কারণে জাভেদকে গত ১০ অ‌ক্টোবর শের-ই বাংলা মে‌ডিকেলে সিসিইউতে ভ‌র্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১২ অ‌ক্টোবর ভোর রা‌তে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তু‌তি চলছিল। অ্যাম্বুলেন্সে উঠা‌নোর প‌র পরই সে মারা যায়। বিষয়টি তার প‌রিবার‌কে জানানো হয়েছে। শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের ফ‌রেন‌সিক মে‌ডি‌সিন বিভা‌গের বিভাগীয় প্রধান ডা. রিফায়তুল হায়দার ব‌লেন, মৃত ব্যক্তির শরী‌রে কো‌নো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। তি‌নি কিডনি, লিভারসহ নানা জটিল রো‌গে ভুগ‌ছি‌লেন। ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মো. সাইফুল ইসলাম জানান, ফা‌তেমা তুজ জোহরা খু‌শির সা‌থে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জা‌ভেদ খা‌নের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে ২০১৮ সা‌লেও বাংলা‌দে‌শে এ‌সে‌ছি‌লে জাভেদ। সবশেষ গত ৮ অক্টোবর ভারত থে‌কে রওনা দিয়ে ৯ অক্টোবর সকা‌লে ব‌রিশা‌ল পৌঁছে নগরীর কাঠপট্টি রোডের একটি হোটেলে ও‌ঠেন তিনি। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘু‌রি ক‌রে‌ন। একপর্যা‌য়ে তার বুকে ব্যথা হওয়ায় তিনি জেনারেল হাসপাতা‌লে চিকিৎসকের পরামর্শ নেন। ১১ অক্টোবর আবার ব্যথা হলে হ‌লে তিনি সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখালে তাকে দ্রুত হাসপাতা‌লে ভ‌র্তির পরামর্শ দেওয়া হয়। ওইদিন রাত ২টার দি‌কে তার অবস্থার আরও অবনতি হয়। ১২ অক্টোবর ভোর ৪টার দিকে ঢাকায় নেওয়ার প‌থে তিনি মারা যান। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আজিমুল করিম জানান, জাভেদ খানের লাশ হাসপাতাল মর্গে ফ্রিজিং করা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে ভারতীয় হাইকমিশনের মধ্যস্থতায় জাভেদ খানের মরদেহ হস্তান্তর করা হবে।