নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম জানান। মৃত ২৯ বছর বয়সী জাবেদ খানের বাড়ি ভারতের উত্তর প্রদেশে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ভারতীয় নাগরিক মারা গেছেন। তার মৃত্যুর বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।
রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে জাবেদ খান বরিশাল নগরীর কাটপট্টি এলাকার আবাসিক হোটেল এথেনায় ওঠেন। তিনি হোটেলের ৪১০ নম্বর কক্ষ ভাড়া নেন এবং ১০ সেপ্টেম্বর বিকালে কক্ষটি ছেড়ে দেন।
এসব তথ্য জানিয়ে হোটেলের ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন বলেন, “জাবেদ খান কাউন্টারে ব্যাগ রেখে এক নারীর সঙ্গে বিকাল ৫টার দিকে বের হয়ে যান। পরে ওই নারী এসে তার ব্যাগ নিয়ে যায় এবং সে জানান যে, জাবেদ অসুস্থ; তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে বিষয়টি দেখেছে। ভারতীয় নাগরিক সুস্থ অবস্থায় হেঁটে হোটেল থেকে বের হয়েছেন। পুলিশ ফুটেজ নিয়ে গেছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বুধবার দুপুরে বলেন, “গত রোববার ওই ভারতীয় নাগরিক বরিশাল আসেন। পরে তিনি তার প্রেমিকা খুশির সঙ্গে ঘোরাঘুরি করেন। পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল সদর হাসপাতালে এবং পরে একটা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা দিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
ওই ভারতীয় নাগরিকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন বলেন, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।