পিরোজপুরে জাপা নেতার পা বিচ্ছিন্ন, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৯, অক্টোবর ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান হামলাকারী ইয়াসিন খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াসিন তুষখালী ইউনিয়নের মধ্য তুষখালী গ্রামের মৃত হাফেজ খানের ছেলে। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার মাঝেরপুল এলাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনার দিন রাতে আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। ওইদিনই প্রধান আসামি নাসির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর রাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহযোগিতায় লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে হামলায় ব্যবহৃত দুটি দেশীয় দাও ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।