আমতলীতে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৭, অক্টোবর ১২ ২০২২ মিনিট

আমতলী প্রতিনিধি ॥ আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কাওছার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস পটুয়াখালী ডুবুরী দলের সদস্যরা। বুধবার দুপুর ২টার সময় বন্ধু সিহাবের সাথে আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন কাওছার। উদ্ধার হওয়া মরদেহ কাওছারের নাম ছাড়া আর কোন পরিচয় জানাতে পারেনি কেউ। জানা গেছে, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয় সিহাবের সাথে আমতলী ঘুরতে আসেন কাওছার। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সাথে কাওছারের পরিচয়ের পর ওই লঞ্চে মঙ্গলবার বিকেলে রওয়ানা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার। বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হন। কাওয়ার নিখোঁজের পর খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মজিবুর রহমানের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা ৬ টার সময় অনেক চেষ্টার পর কাওছারের লাশ উদ্ধার করেন। নিখোঁজ কাওছারের বন্ধু সিহাব জানায় ঢাকায় সদর ঘাটে কাওছারের সাথে মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সাথে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুজন গোসল করতে পাযরা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা একে অনেক খোজাখুজি করেও তাকে আর পায়নি। পরিচয়ের পর তার নাম ছাড়া আমি তার আর কোন কিছু জানি না। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় লাশ উদ্ধারের হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ওয়ারিশ না পাওয়া গেলে আঞ্জমানে মফিদুলের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে।