রাঙ্গাবালীতে গাঁজাসহ যুবক আটক

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৩, অক্টোবর ১১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৩০০ গ্রাম গাঁজাসহ রাশেদ মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। সোমবার রাত ১০ টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ আল-আমীন তালুকদার সহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মোঃ রাশেদ নামের মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড কানকুনিপাড়া গ্রামের মোঃ ভাসানী আকনের ছেলে মোঃ রাশেদ মিয়া (৩০)। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।