বাউফলে এক ইউপি চেয়ারম্যানকে রাজসিক সংবর্ধনা, তোলপাড় !

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৫, অক্টোবর ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান এ এস এম মহসিনকে রাজসিক সংবর্ধনা দেয়া হয়েছে। এ সংবর্ধনা উপলক্ষ্যে ওই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তোড়ন নির্মাণ করা হয়। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এলাকা ভিত্তিক লোকজন মিছিল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সংবর্ধনাস্থলে যোগ দেন। স্থানীয় ধানদী মডেল হাই স্কুল মাঠে শুক্রবার এ সংবর্ধনা দেওয়া হয়। বিকাল ৪ টায় এ সংবর্ধনা শুরু হয়ে চলে রাত পর্যন্ত। এএসএম মহাসিন ঢাকায় টেনারী ব্যবসা করতেন। কালবাদ্রে এলাকায় আসতেন। আওয়ামী লীগ ও এন্ট্রি আওয়ামী লীগের একটি অংশ এক হয়ে তার (চশমা মার্কার)পক্ষ সমর্থন করেন। এরপর অনেকটা নাটকীয় ভাবে মাত্র ৬৫ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থী ইব্রাহিম ফারুককে পরাজিত করে বিজয়ী হন। এ নিয়ে তখন থেকে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নিবনির্বাচিত এই চেয়ারম্যানের সংবর্ধনায় কয়েক হাজার মানুষ অংশ নিলেও অভিযোগ রয়েছে অধিকাংশ মানুষকে সংবর্ধনাস্থলে আসতে বাধ্য করা কয়েছে। সামাজিক মাধ্যমে তার এ রাজসিক সংবর্ধনার ছবি ও ভিডিও ছড়িয়ে পরলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। নওমালা আবদুর আরশিদ সরদার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দাশপাড়া ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান এএসএম সাহজাদা, ব্যবসায়ী আবুল হোসেন মীর, সেলিম মাতবর, সেলিম আকন, মাওলানা আব্দুল ওহাব, জাহাঙ্গীর হোসেন খলিফা, মাওলানা জাকির হোসেন ও প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান প্রমূখ। উল্লেখ, গত ৬ সেপ্টেম্বর ওই ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী এ এস এম মহসিন জয়লাভ করেন।