বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৩, অক্টোবর ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেবজিৎ বাড়ৈ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা গটে। দেবজিৎ উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের দেবাশীষ বাড়ৈর ছেলে। স্বজনরা জানায়, সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় দেবজিৎ। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।