ভোলার ডাকাতদলের আস্তানায় অভিযান, আটক ৩

দেশ জনপদ ডেস্ক | ১৮:২২, অক্টোবর ০৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার মেঘনার জলদস্যু বাহাদুর বাহিনীর প্রধান বাহাদুরসহ দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মেঘনার বঙ্গের চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বাহিনী প্রধান বাহাদুর এবং তার দুই সহযোগী ইকবাল হোসেন ও শেখ ফরিদ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশি অস্ত্র জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনার বঙ্গের চর এলাকায় দস্যু বাহাদুর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অনেক ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করা হয়। এ অভিযানের নেত্বত্ব দেওয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক জানান, আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।