পিরোজপুরে নিজ এলাকায় পূজা দেখতে জায়েদ খান, ভক্তদের ভীড়

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৭, অক্টোবর ০৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদের একটি শারদীয় দুর্গা পূজার আয়োজনে হাজির হন চিত্রনায়ক জায়েদ খান। পূজায় জায়েদ খান আসবে শুনে সেখানে তাকে দেখতে বহু মানুষ হাজির হন। পূজা আয়োজক কমিটি জানায়, জায়েদ খান পিরোজপুরের ছেলে। তিনি আসবেন শুনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন। জায়েদ খান বলেন, ‘পিরোজপুরের নেছারাবাদের দুর্গা পূজার আয়োজনে আমি আসবো শুনে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। জায়েদ খান বলেন, ‘এখানকার মানুষ আমাকে ভালোবাসে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ আমাকে এক নজর দেখতে আসে। এতে আমি ধন্য মনে করছি নিজেকে, একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ শুটিংয়ের ব্যস্ততা না থাকায় নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘সাপোর্ট’ এর নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বুধবার একটি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেবেন বলে জানান তিনি।