খালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিললো
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর আমানগঞ্জ খালে নিখোঁজ স্কুলছাত্র রিমন হাওলাদারের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে খালে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিমন কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে। সে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, সোমবার দুপুরে সাঁতার কেটে খাল পারাপারের সময় ডুবে যায় রিমন। পরে দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে খালে ডুবন্ত অবস্থায় রিমনের মরদেহ উদ্ধার করা হয়।