ভোলায় হারিয়ে যাওয়া ১০টি ফোন উদ্ধার করলো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৯, অক্টোবর ০৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  মোবাইল ফোন ব্যবহারকারিদের হারিয়ে যাওয়া যেকোনো মডেলের ফোন খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে সফলতা অর্জন করছেন ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে এসব মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হোন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন আজ সোমবার (৩ অক্টোবর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এসময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলা পুলিশ সুপার ও ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।