বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৯, অক্টোবর ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ শ্লোগান নিয়ে রবিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম ও বরিশাল চেম্বারের সহসভাপতি আমীনুর রহমান খান। এছাড়া উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।