বরিশালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ
দেশ জনপদ ডেস্ক|১৯:৪২, অক্টোবর ০২ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বরিশালের ১১৬টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ১৭ লাখ ৮২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলমামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মন্দীব ঘড়াই, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে বরিশালের ১১৬টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ১৭ লাখ ৮২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।