নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, অক্টোবর ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালীতে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে আমেনা (৪) । একই সময়ে তার ফুফাতো ভাই নাঈমও (৬) পানিতে ডুবে মারা যায়। শনিবার দুপুরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের দফাদার মজিবুর রহমান জানান, আমেনাদের বাড়ি বামনার ডৌয়াতলা ইউনিয়নে। নাঈম জাফ্রাখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। সে নাঈম বাক প্রতিবন্ধী। জানা যায়, গতকাল শুক্রবার সকালে মায়ের সাথে মামা বাড়িতে বেড়াতে আসে আমেনা। মা- বাবার একমাত্র সন্তান আমেনা আজ সকালে বাড়ির পিছনে পুকুরে ঘাটলায় বসে ফুফাতো ভাই নাঈমের সঙ্গে খেলা করছিল। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে বেলা দেড়টার দিকে পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে বামনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম  বলেন, বাড়ির লোকজনের অসর্তকতার কারণেই দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।