চরফ্যাশনে সাবেক ইউপির চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৬, অক্টোবর ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  চরফ্যাশন উপজেলার চরতোফাজ্জাল গ্রামের রাতের আধারে জোরপূর্বক ঘর উত্তোলন ও কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় মুসলিম হাওলাদার বাদী হয়ে সাবেক ইউপির চেয়ারম্যানসহ ২৫জনের বিরুদ্ধে শুক্রবার রাতে দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, বুধবারে রাত ৩টায় মুসলিম হাওলাদারের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করে। এতে মুসলিম বাধাঁ দিলে দেশীয় আস্ত্র দিয়ে তাদের ৫জনকে কুপিয়ে জখম করে। মুসলিম বাদী হয়ে দুলারহাট থানায় নুরাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে ১নম্বার আসামী করে ২৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুলারহাট থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সাবেক ইউপির চেয়ারম্যানসহ ২৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।