ঝালকাঠিতে এক ইউপি সদস্য করোনায় আক্রান্ত

কামরুন নাহার | ১৪:১১, এপ্রিল ১৬ ২০২০ মিনিট

ঝালকাঠিতে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সারে ১১ টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তি একজন ইউপি সদস্য। তিনি এর আগে ওই এলাকায় আক্রান্ত তিন জনের বাড়িতে যাতায়াত করতেন। প্রাথমি অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঝালকাঠিতে ঢাকা নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত লোক প্রবেশ করায় শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোষ্টের উপর জোর দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে শহরে পুলিশের টহল।