অস্ত্রসহ ১০ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরপিয়ালের কাছ থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
এ সময় তাদের কাছ থেকে এফবি শিবসা নামে একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. সিদ্দিকুর রহমান মোড়ল, আবুল হোসেন, মো. আ. মান্নান, আবুল হোসেন সরদার, গোলাম রাবী গাজী, মো. সবুজ হোসেন, কেরামত করিকর, মো. নুরুল ইসলাম (খোকন), আব্দুল মালেক ও মো. আইয়ুব আলী মোল্লা। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্ল্যাহ এসব তথ্য জানান। পরে ডাকাতদের অস্ত্র ও মালামালসহ দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।
দক্ষিণ আইচা ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।