নির্মাণ শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৬, সেপ্টেম্বর ২৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ নির্মাণ শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সারা বছর কাজের ব্যবস্থা ও বিদেশে প্রশিক্ষণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন হয়। পরে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন নির্মাণ শ্রমিকরা। সংগঠনের সভাপতি আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তৃতা দেন- শ্রমিক নেতা একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন সভাপতি জালাল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতারুজ্জামান সপ্রু, বস্তিবাসী ইউনিয়নের সভাপতি নূর হোসেন প্রমুখ। করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুরো বিশ্বসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন থমকে আছে। কাজ কমে যাওয়ায় শ্রমিকরা দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তার ওপর নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে দেশে রেশনিং ব্যবস্থা চালু থাকলেও ইমারত নির্মাণ শ্রমিকরা তা থেকে বঞ্চিত। অন্যদিকে চিকিৎসা ব্যয় আমাদের আরও জরাজীর্ণ করে ফেলেছে। তাই অবিলম্বে নির্মাণ শ্রমিকদের সারা বছর কাজ অথবা খাদ্য নিরাপত্তা দিতে হবে। এছাড়া ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা, নিত্যপণ্যের মূল্য কমানো, শ্রমিকদের পেনশন, সরকারি হাসপাতালে শ্রমিকদের কোটা নির্ধারণ, সরকারি খরচে শ্রমিকদের বিদেশে প্রশিক্ষণ ও কাজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। পাশাপাশি আহত ও নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।